• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে যাত্রীবাহি বাস থেকে ভারতীয় মদসহ দুই মাদক কারবারী আটক

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহি বাস থেকে ভারতীয় মদসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে তিতারকোনা পেট্রোলপাম্প এলাকায় গাড়ি আটক করে অভিযান চালান থানার এসআই একলাছুর রহমান।

আটককৃতরা হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট থানার মুজিবনগর গ্রামের সাঈদ আলীর ছেলে বেলাল হোসেন (২৬) একই উপজেলার শান্তিনগর গ্রামের শামছুল ফকিরের ছেলে দুলাল হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী একটি যাত্রীবাহি বাসে ভারতীয় মদ নিয়ে আসছে দুইজন মাদক কারবারী, এমন খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমানের নির্দেশে থানার এসআই একলাছুর রহমান যাত্রীবাহি বাসে অভিযান পরিচালনা করে ৪০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক জব্দ করা হয়েছে, আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ