করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত নেতৃবৃন্দের শপথ 

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

এফ আর হারিছ, বাহুবল থেকেঃ বাহুবল উপজেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের পুটিজুরী- স্নানঘাট আঞ্চলিক শাখা উপ কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার রাত ৮ টার দিকে পুটিজুরী ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সহ সভাপতি ও পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন, হাফেজ ইব্রাহিম, বক্তব্য রাখেন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ মিয়া, মনির মিয়া, আব্দুল মোতালিব, ছিদ্দেক মিয়া, শ্রমিক নেতা সানাউল হক সানু, শেখ জসিম মিয়া মেম্বার, সাবেক ছাত্রলীগ সভাপতি খন্দকার মোঃ বাবুল মিয়া, হারিক মিয়া প্রমুখ।

 

 

অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মোঃ আজিদ মিয়া, সহ সভাপতি মোঃ খালেদ মিয়া, মোঃ মানিক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মকছুদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ অলি মিয়া, প্রচার সম্পাদক মোঃ ইসলাম খাঁ, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ ফজর আলী ও মোঃ জুলহাস মিয়া শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান, জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ