বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দেশ নাট্যগোষ্ঠী বর্ষবরণ-১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপী আয়োজনে ছিল শোভাযাত্রা, বর্ষবরণের গান, লোক নৃত্য, লোক গান, ধামালী ও শুভেচ্ছা কথন।
“আজি নূতন রতনে, ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও” এই শ্লোগানে রোববার (১৪ এপ্রিল) সকালে রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
শোভাযাত্রায় ছেলেদের সাদা পাঞ্জাবিতে লাল আলপনা এবং মেয়েদের লাল সাদা শাড়ি ও শিশুদের বাহাড়ি সাজ শোভা পায়।
পরে পৌর শহিদ মিনারে ধারাবাহিক ভাবে চলে নানা অনুষ্ঠান মালা। কামরুল হাসান ও তানহার সঞ্চালনায় দেশ কালচারাল একাডেমির শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় বর্ষবরণের গান দর্শকদের দৃষ্টি কাড়ে।
মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় দেশ নাট্যগোষ্ঠীর গণসঙ্গীত বিভাগের শিল্পীদের পরিবেশনায় লোক সঙ্গীত, ধামালী। দেশ নাট্যগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় ‘পাঁচ মিশালী’ এবং নৃত্যশিল্পী জীবন চৌধুরীর পরিচালনায় নৃত্যানুষ্ঠান। আমন্ত্রিত অতিথি শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন জালালী সালমা, শান্তামনি, শিউলী পাল।
বর্ষবরণ উদযাপন পরিষদের সদস্য সচিব কিতাব আলী শহিনের সঞ্চালনায় নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, সহকারি অধ্যাপক নাছরিক হক, সাবেক পৌর কাউন্সিলর আ স ম আফজল আলী, প্রেসক্লাবের সভাপতি আবদুর রকিব, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, জালাল উদ্দিন রুমি, দেশ নাট্যগোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক হারুন সাঁই, বর্ষবরণ উদযাপনের সমন্বয়কারী ফখরুল হামিদ সহ আরো অনেকেই।