মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অলিপুরে অবস্থিত প্রাণ কোম্পানীর ফেক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের অন্তত ২০টি ইউনিট কাজ করছে।
বুধবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩নং ভবনের প্রাণ চিপস কারখানায় হঠাৎ আগুন দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসেছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুইয়া জানান, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগুণ নিয়ন্ত্রণে আনা যায়নি। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখানে অনেক শ্রমিক কাজে ছিল। তাদের কি অবস্থা কেউ কিছু বলতে পারছেনা।