করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে দুটি এতিমখানা শিক্ষার্থীদের মাঝে পোষাক ও নগদ অর্থ প্রদান

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

করাঙ্গীনিউজ: ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’ প্রতি বছর সিলেট বিভাগের কোনো না কোনো এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আর্থিক ভাবে সহযোগিতা করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সংগঠনের সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক সাইফুর রহমান বশির সহ সকল সদস্যদের সহযোগিতায় এবং উপদেষ্টা মীর আবু ফাহেদ সজলের প্রচেষ্টায় এবছর শায়েস্তাগঞ্জের নুরপুরে হাজী আব্দুল মন্নাফ সুন্নীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং দরিয়াপুর করিমুন্নেছা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদের পোষাক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে হাজী আব্দুল মন্নাফ সুন্নীয়া হাফিজিয়া মাদরাসায় ইফতার পূর্ব আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ঈদের পোষাক বিতরণ করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফজলুল করিম মেম্বার। উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, আবদুল মোতাকাব্বির আক্কাছ, হাফেজ কাউছার আহমেদ সহ আরো অনেকেই।

এর আগে রোববার সন্ধ্যায় দরিয়াপুর করিমুন্নেছা হাফিজিয়া মাদসার শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর মিয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান শামীম, মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সুমন, ফয়সাল পায়েল সহ আরো অনেকেই।

বক্তারা, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত আপনজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন তারা যেনো সুস্থ্য ও সুন্দর ভাবে প্রবাসে জীবনযাপন করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ