বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
শাহ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ থেকে: -ঈদুল ফিতরের আর মাত্র কয়েককদিন বাকি।ঈদ সামনে রেখে গত কয়েকদিন ধরে বাস, ট্রেন সহ নানানভাবে সিলেট,ঢাকা, চট্রগ্রাম,কুমিল্লা ছাড়ছে লাখ লাখ মানুষ। ফলে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে বিভিন্ন এলাকায়।
রবিবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলস্টেশন, নোয়াপাড়া রেলষ্টেশন, এবং শায়েস্তাগঞ্জ বাস টার্মিনাল এবং সরজমিনে ঘুরে দেখা গেছে, সব জায়গায় যাত্রীদের ভিড় বেড়েই চলছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রথম দিকে কয়েকটি ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। তবে বিভিন্ন গন্তব্যের বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে।
এবার ঈদের আগে ও পরে ছুটি থাকায় অনেকেই বাড়ি যাচ্ছেন। ঈদের ছুটি শুরু হলে স্বাভাবিকভাবেই বাস-ট্রেনসহ সবখানেই যাত্রীদের চাপ বাড়ছে। এজন্য অনেকে আগেভাগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন।
একজন বাসযাত্রী নিলা আক্তার বলেন, আমার স্বামী সিলেটে চাকরি করেন। তাকে রেখেই আগেভাগে ছেলেমেয়ে নিয়ে বাড়িতে যাচ্ছি। কারণ পরে যাত্রীর চাপ আরও বাড়বে। ঈদের ছুটি শুরু হলে তখন আমার স্বামী বাড়ি যাবে।
শনিবার সকাল থেকেই সড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কের শৃঙ্খলা রক্ষায় আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি।
এদিকে কুমিল্লার যাত্রী রিপন মিয়া সঙ্গে কথা হয়। পরিবার নিয়ে তিনি মৌলভীবাজার থাকেন। তিনি বলেন, ঈদের ছুটি বেশি থাকায় আগেভাগেই স্ত্রী ও দুই সন্তানদেরকে গ্রামের বাড়িতে নিয়ে চলে যাচ্ছি।
প্রতিবছর ঈদ এলেই সিলেট থেকে বিপুল সংখ্যক মানুষ গ্রামের বাড়িতে যায়। পরিবারের টানে বাড়ি ফেরা এসব মানুষের প্রকৃত সংখ্যা বলা কঠিন। তবে ধারণা করা হচ্ছে এবার প্রিয়জনের সঙ্গে ঈদ করতে সিলেটের প্রায় ২০ হাাজর মানুষ সিলেট ছাড়বে। ##