মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উদয়ন এলাকার পাশে রেল ব্রীজের গোড়ায় আন্ত:নগর কালনী ট্রেনের নিচে কাটা পড়ে মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী জিহাদী ( ৫২) নামে সুন্নী নেতা প্রাণ হারিয়েছেন।
সোমবার (১ এপ্রিল) সকাল সোয়া ৯ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত সফিকুল ইসলাম উদয়ন এলাকার বাসিন্দা এবং বাগুনিপাড়া গ্রামের মৃত সিদ্দিকুল ইসলামের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় শফিকুল ইসলাম রেললাইন দিয়ে হেটে বাসার দিকে যাচ্ছিলেন। এসময় ব্রীজ পারপার হবার আগে দুর্ঘনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ মীর সাব্বির আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের ভাতিজা ওয়ার্ড মেম্বার মকছুদ আলী বলেন, তিনি সুন্নী জামাতের নেতা ছিলেন। তার জিবদ্ধশায় সুন্নীয়তের আন্তোলন সংগ্রামে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন।