• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৫ জনের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামে। এ ঘটনায় ওই পরিবারের এক শিশু আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে বসতঘরের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পর্শে এ পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ফয়জুর রহমান (৪৩), তার স্ত্রী শিল্পি বেগম শিরি (৩৯), মেয়ে সামিয়া আক্তার (১৫ ), সাবিনা আক্তার (০৯) এবং একমাত্র ছেলে সায়েম উদ্দিন (৭)।

এ ঘটনায় আহত শিশু সোনিয়া আক্তার (১২) গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ