মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) শ্রীমঙ্গল প্রেসক্লাবের হলরুমে ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, সহকারি কমিশনার (ভুমি) সন্ধীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।
প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ইফতার অনুষ্টানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি দীপংর ভট্টাচার্য লিটন, আবুল ফজল মো: আব্দুল হাই ডন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, যুগ্ম-সম্পাদক আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. এহসাননুল হক, সহ-সম্পাদক (দপ্তর) এম.মুসলিম চৌধুরী, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্রার্য বাপন, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সাবেক, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, যুগ্ম-সম্পাদক এম এ রকিব, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, কার্যকরী সদস্য শাকির আহমেদ, নূর মোহাম্মদ সাগর, সনেট দেব চৌধুরী, সুলতান মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ঝলক দত্ত, আমজাদ হোসেন বাচ্চু, মো: সাহাব উদ্দিন, মিজানুর রহমান আলম, এম এ রব, গোলাম কিবরিয়া জুয়েল, সামছুল ইসলাম শামীম, মাওলানা হাফেজ জোবায়ের আহমেদ প্রমুখ।