করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে ইমাম-মোয়াজ্জিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌরভীবাজারের শ্রীমঙ্গলে প্রবাসী হাজী সেলিম এর প্রতিষ্টিত হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ভুনবীর ইউনিয়নের সকল মসজিদের শতাধিক  ইমাম ও মুয়াজ্জিম সহ দুই শতাধিক মানুষের মাঝে রমজান মাসের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের প্রবাসী ও সমাজ সেবক হাজী সেলিম এর অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করে হাজী সেলিম ফাউন্ডেশন।

 

এসব খাদ্য সামগ্রী বিতরণকালে হাজী সেলিম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান হাজী সেলিম এর পিতা বিশিষ্ট মুরব্বী হাজী সৈয়দ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক রাজু দেব রিটন উপস্থিত ছিলেন। এসময় সার্বিক তথ্যবধান করেন হাজী সেলিম ফাউন্ডিশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী।

 

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী জানান জানান, তৃতীয় বারের মতো ভুনবীর ইউনিয়নের ইমাম ও মোয়াজ্জিম সহ দুই শতাধিক মানুষকে রমজান মাস উপলক্ষে খাদ্য সহায়তা দিয়েছে হাজী সেলিম ফাউন্ডেশন।

 

এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান মাস জুড়ে প্রতিদিন শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন থাকবে হাজী সেলিম ফাউন্ডেশনে। প্রতি বছর এধরণের মহতি উদ্যোগ অব্যহত রাখবে হাজী সেলিম ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ