মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার হয়েছে।
বৃহস্পাতিবার (৭ মার্চ) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় এএসআই আরিফুল ইসলাম ভূঁইয়ার নেতত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি আশুতোষ ঘোষ নামের এক আসামিকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আশুতোষ ঘোষ শ্রীমঙ্গল রুপশপুর গ্রামের মোহন লাল ঘোষ এর ছেলে। সে সিআর ৪৫৩/১২ মামলার ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও আট লক্ষ ৩৯ হাজার ৩৪০ টাকা অর্থদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।