করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগ।

 

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল হক, জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সহ-সভাপতি মসুদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সািইফুর রহমান বাবুরসহসহ দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, ডিএসবির ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এছাড়াও জেলা আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষর্থীরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ