রবিবার, ১১ মে ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
সদ্য শেষ হওয়া চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এবার ফুটবলেও আফগানদের বিপক্ষে ১-০ ব্যবধানে হারলো বাংলাদেশ।
তাজিকিস্তানের রাজধানী দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচের শুরু থেকে নিজেদের প্রত্যাশা মতো খেলতে পারেনি ফিফা র্যাংকিংয়ে ১৮২তম স্থানে থাকা বাংলাদেশ।
২৭ মিনিটে সেট পিস থেকে এগিয়ে যায় স্বাগতিক আফগানিস্তান। ফ্রি-কিক থেকে ওড়ে আসা বলে মাথা ছোঁয়ান আফগান অধিনায়ক ফারশাদ নুর। রানা চেষ্টা করেছিলেন আটকাতে।
কিন্তু তার গ্লাভস ছুঁয়ে বল ঢুকে যায় জালে।বিরতি থেকে ফিরে গোল শোধের চেষ্টা করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত আফগানদের জমাট রক্ষণভাগ ভেঙে সমতায় ফেরা হয়নি জামাল ভূঁইয়াদের।