বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে শ্রেষ্ঠ বাবা ও শ্রেষ্ঠ মা কে সম্মাননা প্রদান করা হয়।সোমবার রাত ৮ টায় এ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।
পুলিশ অফিসার ফুলন দেবের পরিচালনায় ও মানিক চন্দ্র দেবের সভাপতিত্বে ফুলতৈল হরি গাছ তলা রাধাকৃষ্ণ মন্দির শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ষোল প্রহর ব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠানে ফুলতৈল ( দেবপাড়া) করাব উৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।
দীনবন্ধু দেব ও প্রণতি রাণী দেব শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক কাজে অবদান রাখার জন্য এবছর এই দুইজন কে এ সম্মাননা করা হয়েছে। এ সময় গীতা পাঠক, ফুলতৈল গীতানিকেতন শিক্ষার্থী, শিক্ষক, ফুলতৈল বন্ধু মহল যুব সংঘ,ফুলতৈল মহিলা গীতা সংঘ, বেলেশ্বরী বারুণী কমিটি,ফুলতৈল উৎসব পরিচালনা কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।