করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

‘শহীদ বুদ্ধিজীবীর’ স্বীকৃতি পেলেন মাধবপুরের স্কুল শিক্ষক

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্কুল শিক্ষক অবিনাশ কুমার নাগ শহিদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে শহীদ বুদ্ধিজীবি হিসাবে তাকে স্বীকৃতি প্রদান করা হয়।

তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৭১ সালের ২৭ এপ্রিল পাকবাহিনী তাকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করেছিল। তিনি পনেরো বছর পাকিস্তান নৌ-বাহিনীতে টেকনিক্যাল অফিসার হিসাবে চাকুরী করার পর অবসর নিয়ে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্বাধীনতার ৫৩ বছর পর এই শহীদ বুদ্ধিজীবিকে যথাযোগ্য মর্যাদা দেওয়ায় তাঁর পরিবারের সদস্যসহ উপজেলাবাসী প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ