করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে পুলিশের মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়া শুরু

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে জেলা পুলিশের মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়া উদ্বোধন হয়েছে।

 

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের আয়োজনে শ্রীমঙ্গল সাতগাঁও চা বাগানের মাকড়িছড়া ডিভিশন মাঠে এ মহড়ার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।

 

পুলিশের সদস্যদের কর্ম দক্ষতা বৃদ্ধি, নিয়মানুবর্তিতা, নীতি নৈতিকতা ও সদাচরণসহ বিভিন্ন বিষয়ে পুলিশের দক্ষতা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে ১৩২জন পুলিশ সদস্য মহড়ায় অংশ নিয়েছেন।

 

 

উদ্বেধানকালে জেল পুলিশ সুপার বলেন, মাদক, জুয়াসহ সমাজ থেকে সকল ধরনের অপরাধ দমনে সবাইকে সতর্ক হয়ে কাজ করতে হবে। নিজের দক্ষতা দিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাসহ সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা পালন করতে হবে।

 

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ