করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্বশুরালয়ে বেড়াতে এসে হামলায় জামাতা নিহত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে শ্বশুরালয়ে বেড়াতে এসে দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলায় জামাতা নিহত হয়েছেন।

বুধবার উপজেলা সদরের উত্তর পূর্ব ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম (৩২)।

তিনি ওই গ্রামের ছালেক মিয়ার মেয়ের জামাই ও আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের আব্দুল মোনাফের ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বুধবার বিকালে আদর্শ গ্রামের বাসিন্দা মোস্তাক মিয়া ও আলমগীর মিয়ার পরিবারের মধ্যে কলহ হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে নজল ইসলাম তাদের থামাতে যান। তখন মাথায় আঘাত পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে অচেতন অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে উভয়পক্ষের লোকজন আত্মগোপন করেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ