মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অঞ্চলের দেশীও ঐতিহ্যবাহী পিঠা নিয়ে অনুষ্টিত হয়েছে পিঠা উৎসব।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা নিয়ে অনুষ্টিত হয় পিঠা উৎসব। উৎসবে বিভিন্ন ধরণের মুখরোচক পিঠা নিয়ে ২০টি স্টল প্রদর্শন করা হয়। উৎসব বাহারি সব পিঠার স্টল পরিদর্শন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীসহ অন্যান্য শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।