বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা বাজারের নিকট বড় ব্রীজের নিচে ডোবা থেকে আড়াই বছর বয়সের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ৩০ জানুয়ারী) দুপুর ১২র দিকে উপজেলার নবীগঞ্জ রোডে এঘটনাটি ঘটেছে। উ্দ্ধারকৃত শিশুর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষকরা বোরো ধানের জমিতে কাজ করার সময় ব্রীজের নিচের ডোবায় শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয় ইপি চেয়ারম্যান এরশাদ আলীকে বিষয়টি অবগত করা হয়। পরে পুলিশ জানতে পেরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান এরশাদ আলী বলেন ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার উদ্দেশ্য ব্রীজের উপর থেকে নিচে ফেলা দেওয়া হয়েছে। আমার ইউনিয়নের প্রতিটি গ্রামের খবর পাঠানো হয়েছে লাশের পরিচয় সনাক্তের জন্য।
বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ লাশ উদ্ধারের বিয়ষটি নিশ্চিত করে জানান এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।