করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা পুলিশ।

রোববার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ কাবাডি প্রতিযোগিতায় সিলেট আরআরএফ দলকে পরাজিত করে হবিগঞ্জ জেলা পুলিশ বিজয়ী হয়।

পরে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবির, কমান্ড্যান্ট, আরআরএফ, সিলেট; হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ