শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
জুবায়ের আহমেদ, বাহুবলঃ বাহুবলে টমটম চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৩ জানুয়ারি দুপুর ১ টার দিকে উপজেলার মিরপুর টু ধুলিয়াখাল রোডের নন্দনপুর রাস্তার ভুলকোট নামক স্থানে।
জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের তারাপাশা গ্রামের ছোট মিয়ার ছেলে শেফুল মিয়া(২২)একই গ্রামের তার সহযোগী নুরুল মিয়ার ছেলে ফয়সাল মিয়া(২৩) মটর সাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলো।
তারা মিরপুর টু ধুলিয়াখাল সড়কের ভূলকোট নামক স্থানের নন্দনপুর রাস্তার মুখে পৌঁছামাত্রই টমটম চাপায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় শেফুল মিয়া ও ফয়সাল মিয়া গুরুতর আহত হয়।
এমতাবস্থায় পথচারী লোকজন এগিয়ে এসে মুমুর্ষ অবস্থায় দুই জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।বিকাল ৪ টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেফুল মিয়ার মৃত্যু হয়।
আশংকাজনক অবস্থায় আহত ফয়সাল মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,দু’জনই ইন্টার ২য় বর্ষের ছাত্র।
শেফুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান।