মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে ঘোষণা করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনিবার রাত ১০টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
স¤প্রতি নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের দু’গ্রæপের মাঝে সংঘর্ষ চরম আকার ধারণ করে। হামলা পাল্টা হামলায় শহরজুড়ে আতংক বিরাজ করছে। এরই মাঝে এ ঘোষণা দিল কেন্দ্রীয় ছাত্রলীগ।