করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

রাজনগরে চোলাইমদসহ আটক ৪

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে দেশীয় চোলাইমদসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নির্দেশে এসআই সুলেমান আহমদ এর নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগানের দিলীপ গৌড় এর বাড়ি থেকে দিলীপ গৌড় (৪১), রামকৃষ্ণ (৫৪) জয় কুমার কর (২৩) ও বিজয় নুনিয়া (৪৫) নামের ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৩০লিটার চোলাইমদ ও ৭৫লিটার মদ তৈরির উপকরণ জব্দ করেন পুলিশ সদস্যরা।

অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ