করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কৃষকের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবো: কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
 কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, দেশের কৃষকদের ভগ্যা পরিবর্তনে কাজ করে যাবো। আমাদের জিডিবির ৮০ভাগ এই কৃষি থেকেই আসে। তাই কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মন্ত্রী আরও বলেন, কৃষি খাতে উৎপাদন বাড়ানোই হবে আমার লক্ষ্য। কৃষি উৎপাদন বাড়াতে যে সব উপকরণ প্রয়োজন আমরা সঠিক সময়েই দিয়ে যাবো। এতে কোন কার্পণ্য হবেনা। যতটুকু প্রয়োজন তার ছেয়ে বেশিই পাবেন কৃষকরা কৃষকরা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্টানে সরকারের নতুন কৃষিমন্ত্রী মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এসব কথা বলেন। শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ মাঠে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।
এসময় মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়সহ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এছাড়াও সংবর্ধনা সভায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ