বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: “নাটক হোক শৃংখলিত মানুষের মুক্তির গানা” এই শ্লোগানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দেশ নাট্যগোষ্ঠী দীর্ঘদিন যাবত সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে চলছে। সংগঠনটির আগামী সম্মেলনকে কেন্দ্র করে বর্তমান কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার ( ১৪ জানুয়ারী) রাত ৮টায় সংগঠনের কার্যালয়ে এডভোকেট হুমায়ূন কবীর সৈকতের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক হারুন সাঁইর পরিচালনায় দীর্ঘক্ষণ আলোচনার পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী সম্মেলন সফল করার লক্ষ্যে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এডভোকেট মীর গোলাম মোস্তুফাকে আহ্বায়ক, কিতাব আলী শাহিনকে সদস্য সচিব করা হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- জিতু আহমেদ মাখন, মুখলিছুর রহমান, মোঃ মুখলেছুর রহমান, হারুন সাঁই, মামুন আল রশিদ, মোঃ নুরুল হক, হাবিবুর রহমান হারুন, শামীমুর রহমান ও ফখরুল হামিদ।
আহ্বায়ক কমিটি জানুয়ারী মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানিয়েছেন সংগঠনের সদ্যসাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।