মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে বুধলাল দাশ (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত বুধলাল দাশ উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহারাজ দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১০ জানুয়ারি) পার্শ্ববর্তী বড়কান্দি গ্রামে একটি গানের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করেন। সেখানে গানের আসর দেখতে যান বুধলাল দাশ। ভোর রাতে তিনি গানের আসর থেকে ফেরার পথে ভরপূর্ণি গ্রামের পাশে হাওরের নির্জনস্থানে কয়েকজন যুবক তাকে কুপিয়ে হত্যা করে।
সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত বুধলাল দাশের চাচাতো ভাই প্রমুদ লাল দাশ জানান, সম্প্রতি গ্রামের কয়েক ব্যক্তির সঙ্গে বুধলাল দাশের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। হয়তো এ ঘটনার জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করেছে পুলিশ। দ্রুতই তাদেরকে আটক করা হবে।