করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নির্বাচন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ সভা

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে যৌথ সভা অনুষ্টিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ যৌথ সভা অনুষ্টিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, আশিদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর।

 

এছাড়াও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুধু মিয়া, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিছলু আহমেদ চৌধুরীসহ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ