শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে পূর্বকত্রæতার জের ধরে দুই গ্রæপের মধ্যে হামলা ও ৬টি মোটর সাইকেলে আগুন দেয়া হয়েছে।
বুধবার বিকেল বেলা জেলা শহরের পৌর কাউন্সিলর মো. মাসুদ ও পীর আজাদ সমর্থকের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা পৌর এলাকার মৌলভীবাজার সিলেট আঞ্চলিক সড়কের বড়হাট এলাকায় এলাকায় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ এর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ৬টি মোটরসাইকেলে অগুন দেয়া হয়। এলাকায় রণক্ষেত্র অবস্থা বিরাজ করে। এসময় এ ঘটনায় অন্তত ৫ আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম গণমাধ্যম জানান অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় কাউকে আটক করা হয়নি।