শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়।
মঙ্গলবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডস্থ একটি রেস্টুরেন্টে শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি আনিসুল ইসলাম আসরাফী, উপজেলা প্রেসক্লাব কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
এছাড়াও এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দ্বীপঙ্কর ভট্রাচার্য, যুগ্ম-সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসানুল হক প্রমুখ।
বক্তব্যকালে সাংবাদিকরা শ্রীমঙ্গল উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন।
সাংবাদিকদের পরামর্শকে অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদ ও যানজটমুক্ত শহর উপহার দেওয়ার প্রতিশ্রæতি দেন অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়।
মুক্ত আলোচনায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকটনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপশ চন্দ্র রায়, এসআই রফিকুল ইসলাম।
এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।