বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জে যুবদল ও ছাত্রদলের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। সোমবার (১লা জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ একদল যুবক শহরের প্রধান সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানের সামনের গ্লাস ভাঙচুর করেন। এসময় পুলিশের সঙ্গে যুবকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরে তারা রাস্তার পাশের কয়েকটি স্থাপনা ভাঙচুর করে পালিয়ে যান তারা। ঘটনার পর শায়েস্তানগর এলাকায় পুলিশকে টহল বাড়ানো হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, যুবদল ও ছাত্রদলের কর্মীরা টহলে থাকা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে পালিয়ে গেছেন।