মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবলে নতুন বছরের প্রথম দিনে উপজেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই পেয়ে হাতে অনেক খুশি খুশি মনে নিজ বাড়ি ফিরে যাচ্ছে।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীদের অভিভাবক মহল।
আজ সোমবার (১ জানুয়ারি) পহেলা জানুয়ারি বাহুবল উপজেলার মিরপুর ইসলামি একাডেমিতে বই উৎসব পালিত হয়েছে।
মিরপুর ইসলামি একাডেমির ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় বই উৎসব অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু সাঈদ।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল হাই।
বই উৎসবের শুভ উদ্বোধন করেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, মিরপুর ইসলামি একাডেমির সভাপতি শামীম আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর ইসলামি একাডেমির প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন চৌধুরী দুলাল।
এসময় অত্র বিদ্যালয়ে শিশু শ্রেণি হইতে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত দেড় শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ মেতে উঠে এবং বিনামুল্যে বই উপহার দেওয়ার জন্য করতালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।
অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের সদস্য ও কেএম ফাউন্ডেশনের চেয়ারম্যান রহমত মুন্না, মিরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার দরবেশ আলী, মেম্বার ছায়েদ আলী, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অভিভাবক সরকারী কর্মকর্তা রাকিব আহমদ, ব্যবসায়ী আব্দুল হক, মিরপুর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী পল্লী বন্ধু ফরিদ আহমদ, মুজদালিফা ফুড কর্নারের পরিচালক হোসাইন আহমদ শামীম।
এসময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি “মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট” এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।