করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের পীরের বাজার রোড থেকে গত শুক্রবার রাত ১০টায় ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোয়েব মিযা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।
সে শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কাশেম ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাকির হোসেন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোয়েব মিয়াকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে নিল রঙের পলিথিন মোড়ানো ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ জানায়, সোয়েব মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে আটক মাদক ব্যবসায়ীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ