করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনে  শুরু হয় বড় দিনের প্রার্থনা। সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ মহা পবিত্র খ্রীষ্টযাগ অর্পন করেন। ধর্মপল্লীর আওতাধীন প্রায় ৩ হাজার খ্রিষ্টভক্তগন সে প্রার্থনায় অংশ নেয়।
খ্রিস্টান ধর্মলম্বীদের বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এসময় উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বড়দিনের কেক  কেটে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে এমপির সাথে ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জেমস্ শ্যামল গমেজ,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, শিক্ষক জহর তরফদার প্রমুখ।

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারন সম্পাদক ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়, ও সাধারন সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা-বাগান, গারো পল্লী ও খাসিয়া পুঞ্জিতে বসবাসরত খ্রিস্ট ধর্মাবলম্বীরাও বড়দিন পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ