• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় ছাত্রদল নেতা চয়ন

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক সায়েম আহমদ চয়ন প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলার চারগাঁও গ্রামের নিজ বাড়িতে এ জানাজা অনুষ্ঠিত হয়।

ছেলে সায়েম আহমদ চয়ন কারাগারে থাকার সময় তার মা মরিয়ম অসুস্থ হয়ে বুধবার দিনগত রাত আড়াইটায় সিলেট ওসমানী হাসপাতালে মারা যান।
মায়ের মৃত্যুর কাগজপত্র নিয়ে জামিন আবেদন চাইলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেন।

পরে তার আইনজীবিরা মায়ের জানাজায় অংশ নিতে পারেন এ জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট দেবি চন্দ তাকে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেন। এর পর তাকে বাড়িতে নিয়ে আসার পর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নির্দিষ্ট সময় শেষ হতে না হতেই তাকে কারাগারে নেওয়া হয় বলে তার পরিবারের লোকেরা জানিয়েছেন।

বাহুবল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব স্বপন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের মিথ্যা মামলায় চয়ন দেড় মাস যাবত কারাগারে রয়েছে। ছেলের চিন্তায় তার মা সন্ধ্যায় স্ট্রোক করেন পরে সিলেট হাসপাতালে নিয়ে গেলে রাতে তিনি মারা যান।

বাহুবল মডেল থানায় দায়ের করা দুটি মামলায় কারাগারে রয়েছে সে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ