শনিবার, ১০ মে ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল থেকে তিনবার খালি হাতে ফিরেছে জুনিয়র টাইগাররা। তবে চতুর্থ বারের চেষ্টায় সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুললো জুনিয়র টাইগাররা।
রোববার (১৭ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ২৮২ রানের জবাবে ৮৭ রানে অলআউট হয়েছে আরব আমিরাত যুব দল। স্বাগতিক দেশকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়ে টাইগার যুবারা।