বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্টার সিরামিক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কোম্পানির কেমিক্যাল গোডাউনের মোল্ডিং ডিজাইন সেকশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার সকালে স্টার সিরামিক ফ্যাক্টরির কেমিক্যাল গোডাউনের মোল্ডিং ডিজাইন সেকশনে হঠাৎ করে আগুন দেখতে পায় শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, মাধবপুরের সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।