করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আসামী ৯০ জন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

করাঙ্গীনিউজ: হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে  নেতাকর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৯০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ সদর থানার এসআই জয় পাল বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে মামলাগুলো দায়ের করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে প্রধান আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হঠাৎ ককেটেল বিস্ফোরণ হলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে অন্তত ২০ জন গুলিবিদ্ধ রয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ির ও দোকানপাট ভাঙচুর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ