সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
ওসমানীনগর(সিলট)প্রতিনিধি:
সিলটর ওসমানীনগর উপজলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানাকে বদলি করা হয়েছে। আর ওসমানীনগর নতুন উপজলা নির্বাহী কর্মকর্তা হিসবে মহুয়া শারমিন ফাতেমাকে পদায়ন করা হয়ছে।
গত ৩ ডিসম্বর সিলটর বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি স্বাক্ষরিত এক আদশ দুই উপজলা নির্বাহী কর্মকর্তাক বদলি ও পদায়ন করা হয়।
ওসমানীনগর উপজলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানাক হবিগঞ্জ উপজলার চুনারুঘাট উপজলায় বদলী করা হয়। আর হবিগঞ্জর বাহুবল উপজলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমাকে ওসমানীনগর উপজলা নির্বাহী কর্মকর্তা হিসবে পদায়ন করা হয়।