করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সদর সার্কেল কার্যালয় পরিদর্শন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর সার্কেল অফিস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান ৯পিপিএম (বার)।

সোমবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) সদর সার্কেল কার্যালয় পরিদর্শনে আসলে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানিত পুলিশ সুপারকে গার্ড গব অনার প্রদান করেন। সালামি গ্রহণ শেষে পুলিশ সুপার  সদর সার্কেল অফিস ঘুরে দেখেন এবং সদর সার্কেল অফিস প্রাঙ্গনে একটি গাছ রোপন করেন। এসময় পুলিশ সুপার অফিসের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী প্রমুখ, উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ