শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে পুলিশ ও ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কুলাউড়া থানার বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, গোপাল মালহা (৩২) ও জসিম মিয়া (৩৩)।
কুলাউড়া থানা সুত্রে জœা যায়, এসআই অপু দাশগুপ্তসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভুই এলাকা থেকে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত দুইজনের নামে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ শনিবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এছাড়া মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ টিপু মিয়া নামে যুবক গ্রেপ্তার হয়েছে।
ডিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর এলাকা থেকে ১৬৫পিস ইয়াবাসহ টিপু মিয়া নামের এক যুবক আটক হয়। আটকৃত টিপু মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পর মৌলভীবাজার সদর মডেল থানায় সোপর্দ করেছে ডিবি।