শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
বিএনপি জামাতের ৪৮ ঘন্টার হরতালের শেষ দিনে শ্রীমঙ্গল শহরের জীবনযাত্রা স্বাভাবিক ছিল।
সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্টান খোলা ছিল। চলাচল করেছে আঞ্চলিক সড়কে বাস-মিনিবাসসহ প্রাইভেট যানবাহন।
হরতালের কোন প্রভাব শ্রীমঙ্গল শহরের কোথাও দেখা যায়নি। দেখা যায়নি বিরোধী দলের মিছিল মিটিং ও পেকেটিং। বেলা বাড়ার সাথে সাথে শহরের হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, স্টেশন রোড ও চৌমুহনী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
চৌমুহনীতে যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে ব্যবস্থ সময় পার করতে দেখা গেছে।ত অবরোডের সময় বন্ধ থাকলেও আজ সকাল থেকে হবিগঞ্জ-শ্রীমঙ্গল রোডের বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়াও ঢাকা-সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে চলাচলকারী বেশ কিছু বাস চলাচল করতে দেখা গেছে।