করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে পরিত্যক্ষ পিকআপ ভ্যানে আগুন!

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সদরে পৌরসভা কার্যালয় এলাকায় পরিত্যক্ত একটি পিকআপ ভ্যান আগুনে পুড়ে গেছে। তবে কিভাবে পিকআপে আগুন ধরেছে বলতে পারছে না কেউই।

বুধবার (১ নভেম্বর)  দুপুরে এতথ্য করাঙ্গীনিউজকে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভুইঞা।

তিনি জানান- গতরাত ২ টার দিকে ৯৯৯ কলের মাধ্যমে খবর পেয়ে সেখানে পুলিশের মোবাইল টিম, ফায়ার সার্ভিসকে পাঠানো হয়। আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করে। তবে সেখানে কোন মানুষকে পাওয়া যায়নি।

তিনি আরো জানান- গাড়ীটির মালিক হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জনৈক ঠিকাদার। তিনি এই গাড়ী দিয়ে মালামাল বহন করতেন। তবে গত দুই মাস যাবত গাড়ীটি লক্করঝক্কর পরিত্যক্ষ অবস্থায় পড়ে রয়েছে।

এঘটনায় কোন মামলা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, গাড়ীর মালিককে বলা হয়েছে তিনি মামলা দিলে থানায় মামলা নিবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ