বুধবার, ১৪ মে ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে বিএনপির পিকেটারদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়েছে।তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর ) সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে ঢাকা-সিলেট মহাসড়ক ও পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে পিকেটিং করে বিএনপি নেতাকর্মীরা।
খবর পেয়ে একদল পুলিশ গিয়ে মহাসড়কের চালিতাতলায় পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এসময় বিএনপি নেতা আব্দুল হাই শিবলু,রুকু মিয়া ও তৌহিদুল ইসলামকে আটক করা হয়। এ খবর বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে সকাল ১১ টার দিকে উপজেলার মিরপুর বাজারে বিএনপি ও আওয়ামীলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সহ প্রায় ৩০ জন আহত হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে কাঁদানেগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।