কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ফিলিস্তিনি মুসলমানদের উপর অমানবিক হামলা বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুসলমানদের ফিরেয়ে দেওয়ার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা শাখার সভাপতি দুরুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাও: আব্দুল মুহিত হাসানী।
কাজী জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা আলা উদ্দিন ফারুক, উপজেলা শাখার সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম খান, জেলা যুব সেনার সাধারণ সম্পাদক ইজ্জাদুর রহমান সাজ্জাদ, আব্দুল কাইয়ুম, শিক্ষক ফয়সল আল চৌধুরী কয়েস, হাজী মাও: ইলিয়াছ আলী, মাও: হারুনুর রশীদ সিদ্দিকী, কাজী আব্দুল কাইয়ুম, মাও : রুমেল আহমদ, মুফতি হারিস আল কাদরী, আব্দুল কদ্দুস সহ আরো অনেকে।
পরে উপজেলা চৌমুহনী থেকে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের গেইট প্রদক্ষিন করে পুনরায় চৌমুহনী এসে সমাপ্ত হয়।