করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক মাদক কারবারিসহ মোট ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১৯ ই সেপ্টেম্বর)  রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের  অভিযানে শ্রীমঙ্গল শহর ও শহরতলীর বিভিন্ন স্থান থেকে এক মাদক কারবারি ও  ফৌঃ কাঃ বিঃ আইনের ২জন ১৫১ ধারা মোতাবেক ৪ জনসহ মোট ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, উপজেলার ষাঁড়েরগঞ্জ গ্রাম থেকে ইয়াবাসহ মো. রফিক মিয়ার ছেলে মো. সালাম মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিরা হলেন, সিআর-৭৩/২২ (শ্রী) পরোয়ানাভুক্ত মোঃ হারুন আহমদ,  তরিক মিয়া এবং ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারা মোতাবেক পরিমল দেবনাথ,  মো. আবিদুর রহমান সোহেল, আবিদুর রহমান প্রকাশ পাশা, ও মোঃ জহির মিয়া।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত ৭ আসামিকে শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ