বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের জন্য তিন কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।
সোমবার (১৬ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এই আদেশ এসেছে। এতে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামালকে সাময়ির বরখাস্তের পাশাপাশি রংপুর রেঞ্জে সংযুক্তের আদেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।
গত ২৫ জুলাই ২০২২ ইং তারিখে নাজমুল হক কামাল ওসি হিসেবে শায়েস্তাগঞ্জ থানায় যোগদান করেন। মাত্র ১৪ মাস শায়েস্তাগঞ্জ থানায় কাজ করেছেন।