• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

করাঙ্গীনিউজ: হবিগঞ্জে বিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৮ অক্টোবর) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, যুবদলের সদস্য সচিব পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর টিপু আহমেদ, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, বিএনপি নেতা মাহবুবুল হক হেলাল, কুমেদ আলী, মাধবপুর উপজেলা বিএনপি নেতা চৌধুরী ফজলে ইমাম সুমন, মনির উদ্দিন পাঠান, জসিম সিকদার ও মহিব উল্লা।

আসামি পক্ষের আইনজীবী আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ আগস্ট পুলিশের সঙ্গে ও ২০ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়। পরে বিএনপি নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ