বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের সাবেক পৌর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ চার নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
অন্য নেতারা হলেন- জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক হোসেন ও যুবদল যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিএনপির এ চার নেতাকে ঢাকা কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। তাদের পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাদের হবিগঞ্জ আদালতে হাজির করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৭০০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ এ্যাসল্ট ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করে।
এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে গিয়ে ২৯ আগস্ট ঢাকায় গ্রেফতার হন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সৈয়দ মুশফিক হোসেন ও যুবদল যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী। একই দিন হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হলে রাতে ঢাকার কাকরাইল থেকে গ্রেফতার হন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ।
পরে তাকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহিরকে কারাগারে বসে হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয়।