করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জি কে গউছ ডিবি তুলের নেয়ার অভিযোগ

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

করাঙ্গীনিউজ: বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দিনগত মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি নেতা জি কে গউছকে ডিবি পুলিশ রাজধানীর কাকরাইল এলাকা থেকে তুলে নিয়ে গেছে, দলটির পক্ষ থেকে এমন অভিযোগের সত্যতা জানতে চাইলে ডিবির ওই কর্মকর্তা ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।

তবে ঠিক কখন, কোথা থেকে এবং কী কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে ওই কর্মকর্তার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে রাত ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে বলেন, জি কে গউছ হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান জানান, জি কে গউছ হাইকোর্ট থেকে জামিন নিয়ে মাগরিবের নামাজ পড়েন। এরপর আদালত এলাকা থেকে বের হলে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় গত ২১ আগস্ট পুলিশ বাদী হয়ে জি কে গউছকে প্রধান আসামি করে সাতশোর মত নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে। ওই মামলায় মঙ্গলবার জি কে গউছসহ হবিগঞ্জের ১৮৩ জন নেতাকর্মী হাইকোর্টে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এমডি আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ