সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিখোঁজ হওয়া অফিক মিয়া (৪৩) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ৫৬ ঘন্টা পর আজ সোমবার (১০ জুলাই) সকাল ৫ টায় ধলাই নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। তিনি কালীবাড়ি গ্রামের মৃত্যু হাজী মুহিবুর রহমানের পুত্র।
গত শুক্রবার (৭জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে ধলাই নদীর উৎসমুখে পাথর বুঝাই নৌকা ডুবে তিনি নিখোঁজ হয়েছিলেন।
স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে তারা ৪ জন মিলে ধলাই নদীর উৎসমুখ থেকে পাথর আনতে যায়। তখন প্রবল স্রোতে বারকি নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য ৩ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও প্রবল স্রোতে তলিয়ে যান অফিক মিয়া। এর পর থেকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে সোমবার ভোর ৫টায় রেলওয়ে বাংকারের পূর্বদিকে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এসআই জনার্ধন তালুকদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।